ডিজিটাল কম্পিউটার নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন? ডিজিটাল কম্পিউটার কাকে বলে? কত প্রকার ও ডিজিটাল ইলেট্রনিক কম্পিউটার এর বৈশিষ্ট্য। সংগনক, গণনাযন্ত্র বা কম্পিউটার (Computer) হল এমন একটি যন্ত্র যা গাণিতিক গণনা সংক্রান্ত কাজ সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে খুব দ্রুত করতে পারে। আজকের পুরো বিষয় থাকছে Digital Computer কাকে বলে, প্রকারভেদ ও বৈশিষ্ট্য।
ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার
যে কম্পিউটার বাইনারি সিস্টেম (0 ও 1) ব্যবহার করে গনণার কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে। ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার একটি Computer মেশিন যা একটি ইলেকট্রনিক কম্পিউটার এবং একটি কম্পিউটার উভয়ই। Digital কম্পিউটারের উদাহরণগুলির মধ্যে রয়েছে
- আইবিএম পিসি,
- অ্যাপল ম্যাকিন্টস
- এবং আধুনিক স্মার্টফোন।
ডিজিটাল কম্পিউটার কত প্রকার ও কি কি
ডিজিটাল কম্পিউটার ডিভাইসের সাইজ, কার্য ক্ষমতার, আকার উপর ভিত্তি করে ৪ প্রকারে ভাগ করা হয়েছে। ডিজিটাল ইলেট্রনিক কম্পিউটার ৪ প্রকার। যথা
১। মিনি কম্পিউটার,
২। মেইনফ্রেম কম্পিউটার,
৩। মাইক্রো কম্পিউটার, ও
৪। সুপার কম্পিউটার।
এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। Digital কম্পিউটার Minicomputer, Mainframe computer, Microcomputer, Supercomputer নিচে বিস্তারিত দেখতে পারবেন।
মিনি কম্পিউটার
মিনি কম্পিউটার হল এক ধরনের ছোট আয়তনের কম্পিউটারকে বোঝায়। এগুলি বৈজ্ঞানিক ও প্রকৌশল এর কাজে, মাল্টিপ্রসেসিং, ফাইল হ্যান্ডলিং, ব্যবসায়িক লেনদেন প্রক্রিয়াকরণ,ডাটাবেস পরিচালনার কাজ করার জন্য ব্যবহার করা হয়। প্রযুক্তিগত গবেষণা এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে মিনি কম্পিউটারে একাধিক ইনপুট আউটপুট ডিভাইস থাকে।
মেইনফ্রেম কম্পিউটার
মেইনফ্রেম কম্পিউটার হল একধরনের বৃহৎ আয়তনের কম্পিউটার। বিশাল আয়তনের কেবিনেট বা র্যাক মাউন্টেড সিস্টেম। উচ্চ ক্ষমতার প্রসেসর, বৃহৎ পরিমাণের র্যাম এবং হার্ড ডিস্ক ড্রাইভ থাকে। একাধিক সিপিইউ এবং পার্যালেল প্রসেসিংয়ের সুবিধার জন্য ব্যবহার করা হয়। বড় বড় কোম্পানির ব্যবসায়িক লেনদেনের জন্য এই কম্পিউটার ব্যবহার করা হয়।
মাইক্রো কম্পিউটার
মাইক্রোকম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট এ সমস্ত কিছু মাইক্রো কম্পিউটার। যেটির ভিতরে মাইক্রোপ্রসেসর থাকে, বর্তমান দৈনন্দিন কাজে সকল ডিভাইজ আমরা ব্যবহার করে থাকি।
সুপার কম্পিউটার
সুপার কম্পিউটার হল একধরনের অত্যন্ত উচ্চ কম্পিউটিং ক্ষমতাসম্পন্ন কম্পিউটার। এটি অনেক ব্যয়বহুল এবং অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার, এই কম্পিউটার গুলো অনেক বড় আকারের। একটি সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ নির্দেশ নিয়ে কাজ করতে পারে। বৈজ্ঞানিক গবেষণা প্রশাসনিক কর্মকান্ড রিসার্চ এবং ডেভেলপমেন্ট, রসায়ন, মহাকাশ বিজ্ঞান, পেট্রোলিয়াম শিল্প,ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
ডিজিটাল ইলেট্রনিক কম্পিউটার এর বৈশিষ্ট্য
ডিজিটাল কম্পিউটার এর অনেক বৈশিষ্ট রয়েছে। তার মধ্য এনালগ কম্পিউটার থেকে Digital Computer কাজ করার গতি বেশি। নিচে এর বৈশিষ্ট্য
- Digital Computer খুব সহজে পরিচালনা করা যায়।
- ডিজিটাল computer এ মাল্টিটাস্কিং কাজ করা সম্ভব। সুপার Computer সবচেয়ে বেশী দ্রুত কাজ
- এই ধরনের কম্পিউটার খুব কম মূল্যে পাওয়া যায়। নির্ভুল ভাবে যে কোন কাজ করা যায়।
- নির্ভুল ভাবে কাজের জন্য কম্পিউটারের সুনাম রয়েছে। কর্মক্ষমতা এবং প্রসেসিং স্পিড বেশি।
- বড় মেমোরি স্লট বা Hard Disk থাকার কারণে এই ধরনের কম্পিউটার বেশি পরিমাণ ডাটা সংগ্রহ করতে পারে।
- বিদ্যুৎ খরচ কম , কম্পিউটার ব্যবহার করা খুবই সহজ।
- কিবোর্ড এবং মাউস এর মাধ্যমে খুব সহজে ইনপুট, মনিটর স্কিন সহজে আউটপুট ও ইনপুট ও আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সাহায্যে human interface ছাড়া মাল্টি মাল্টিটাস্কিং কাজ
পার্সোনাল কম্পিউটারের প্রকারভেদ
গঠন ও আকার অনুযায়ী কম্পিউটারের প্রকারভেদ ভিন্ন হয়ে থাকে তার মধ্যে পার্সোনাল কম্পিউটার বা ব্যক্তিগত কম্পিউটার। ৭টি প্রকারভেদে ভাগ করা হয়েছে যথা,
১। ওয়ার্কস্টেশন
২। ডেস্কটপ কম্পিউটার
৩। গেমিং কম্পিউটার
৪। অল ইন ওয়ান পিসি
৫। নেটটপ
৬। হোম থিয়েটার পিসি
৭। আল্ট্রা-মোবাইল পিসি
আশা করছি, আপনারা ডিজিটাল কম্পিউটার কাকে বলে | প্রকারভেদ ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। SofterZone সাথে থাকার জন্য ধন্যবাদ।